ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ঝিনাইদহে পদ্মা সেতুর আদলে প্রতীকী পদ্মা সেতু

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ জুন ২০২২, রবিবার
mzamin

স্বপ্নের পদ্মা সেতুর আদলে ঝিনাইদহে তৈরি করা হয়েছে প্রতীকী পদ্মা সেতু। মূল সেতুর উদ্বোধন উপলক্ষে শহরের পায়রা চত্বরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর উদ্যোগে প্রতীকী এই সেতু নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণে সহযোগিতা করেছে, চারু ইভেন্ট অ্যান্ড কনস্ট্রাকশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাগর হোসেন সোহাগ।অবিকল পদ্মা সেতুর আদলে নির্মিত এই সেতু নজর কেড়েছে ঝিনাইদহবাসীর। নিজের শহরে অবিকল পদ্মা সেতু দেখতে পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষগুলো। পায়রা চত্বরের পাশে প্রেম দাস বলেন, আমার তো আর সাধ্য নেই যে, টাকা খরচ করে মাওয়া গিয়ে সেতু দেখবো। আমার সামনেই তো এখন পদ্মা সেতু দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে। ঝিনাইদহ কলেজের ছাত্র রিফাত হোসেন বলেন, আমরা তো ঝিনাইদহে পদ্মা সেতু দেখতে পাচ্ছি। অবিকল সেতু তৈরি করা হয়েছে শুনে বন্ধুদের সঙ্গে দেখতে এসেছি। মনে হচ্ছে আমি পদ্মা সেতুর পাশেই দাঁড়িয়ে আছি।

বিজ্ঞাপন
খুবই ভালো লাগছে। সাগর হোসেন সোহাগ বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু প্রতীকী সেতুটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন। চেষ্টা করেছি মূল সেতুর আদলে তৈরি করতে। মানুষ যেন এখানে এসে বুঝতে পারে পদ্মা সেতু কেমন।  জেলাবাসীকে দেখানোর জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। উদ্যোক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন- তা বাস্তবে করে দেখান। তার উদাহরণ পদ্মা সেতু। শত প্রতিকূলতা, বাধা-বিপত্তি, বিশ্বব্যাংকের ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্র উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তার বাবার মতো আপষহীন, অটল ও অবিচল। কোনো চাপের কাছে তিনি মাথা নত করেননি সেদিন। যেহেতু ২৫শে জুন উদ্বোধন করা হয়েছে তাই জেলাবাসীও একই সঙ্গে সেই অনুভূতি অনুভব করেন। এজন্যই প্রতীকী এই সেতু নির্মাণ করে জেলাবাসীর মনের ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছি মাত্র।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status