ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করলো বাংলাদেশ সেনাবাহিনী

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
২৬ জুন ২০২২, রবিবার
mzamin

নেত্রকোনার দুর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও বিরিশিরি ইউনিয়নে দাখিনাইল গ্রামে প্রায় আধা কিলো হেরিংবন্ড ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করে দিলো বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ঘাটাইল এরিয়ার মেজর রিফাত উদ্দিন ভুঁইয়ার সেনা সদস্যের একটি টিম। শুক্রবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত ওই বন্যাকবলিত রাস্তা সংস্কার কাজ সম্পন্ন করেন।  এ সময় মেজর রিফাত উদ্দিন ভুঁইয়া জানান, মূলত আমাদের কাজটা হলো পানিবন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে আনয়ন করা। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ কার্যক্রমে সহায়তা করা। আমাদের সাধ্যমতো নিজেদের মানবিক দৃষ্টিকোণ থেকে একেবার তৃণমূল পর্যায়ে খাদ্য সংকটে থাকা লোকজনদের মাঝে খাদ্য সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ ও মিনারেল ওয়াটার বিতরণ কার্যক্রম করা হচ্ছে। একটি মেসেজ পেয়েছি বিরিশিরি ইউনিয়নের দাখিনাইল গ্রামে বন্যার কবলে পড়ে অনেকটা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই আমরা সেনা সদস্যদের নিয়ে গ্রামবাসী ও লোকাল মেম্বার রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে রাস্তা মেরামতের কাজটি সম্পন্ন করেছি। তবে যতটুকু পারা যায় চেষ্টা করছি। সিনিয়র ওয়ারেন্ট অফিসার শামীম মিয়া সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। শনিবার সকাল ৮টার দিকে গাঁওকান্দিয়া ইউনিয়নের শংকরপুর এলাকায় পানিবন্দি বেশ কয়েকটি বাড়িতে শুকনো খাদ্য পৌঁছে দেয়া হয়েছে।

বিজ্ঞাপন
কাকৈরগড়া ইউনিয়নের কৈলাটি গ্রামের প্রায় ৫ শতাধিক মানুষকে ফ্রি স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status