বাংলারজমিন
খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যার ঘটনায় প্রেমিকা মিম গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২৬ জুন ২০২২, রবিবার
খুলনায় নর্দান ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ছাত্র প্রমিজ নাগের আত্মহত্যা প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় তার প্রেমিকা সুরাইয়া ইসলাম মিমকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে নড়াইল জেলার মাসুমদিয়া এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিম নড়াইল জেলার কালিপুর উপজেলার বাবুপুর গ্রামের মো. আবুল কালাম আজাদের মেয়ে। মিমের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই হরসিৎ মণ্ডল। মামলার তদন্ত কর্মকর্তা এসআই হরসিৎ বলেন, প্রমিজ নাগের আত্মহত্যার সংবাদ শুনে মিম নড়াইল পালিয়ে যায়। বিভিন্ন সংবাদমাধ্যমে আত্মহত্যার সংবাদ প্রচার হওয়ার পর বাড়ি থেকে মাসুমদিয়া এলাকায় নিকটাত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকে সে। ওই ছাত্রের আত্মহত্যার বিষয়টি আলোচনায় এলে র্যাব ৬-এর একটি দল পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে। একপর্যায়ে উন্নত প্রযু?ক্তি ব্যবহার করে র্যাব তাকে মাসুমদিয়া থেকে গ্রেপ্তার করে।
পাঠকের মতামত
why she is responsible
Reply to Harunur Rashid...(Right)
How is this girl resposible? Police need to tell us. Only a sick person can commit sucide.