খেলা
‘চল্লিশ পঞ্চাশে কাজ হবে না’
স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২২, রবিবারসেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে লিটন কুমার দাস ৫৩ ও তামিম ইকবাল খেলেন ৪৬ রানের ইনিংস। শেষে ২৩৪ রানে থেমে যায় টাইগাররা। জবাবে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেলের সাবলীল ব্যাটিংয়ে দলের রানের গড় ছিল ৪.১৮। যা তাদের নিয়মিত গড়ের (২.৭৪) চেয়ে অনেক বেশি। এতে বোঝা যায় সেন্ট লুসিয়ার পিচে রান করা কঠিন নয়। বিষয়টি উঠে আসে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সের কথায়ও। লিটন-তামিমরা ভালো শুরুর পর ইনিংস লম্বা করতে না পারায় হতাশ বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচ। সিডন্স বলেন, ক্যারিবীয় ওপেনাররা আক্রমণাত্মক ব্যাটিং করেছে তবে আমরা শুরুর ১০ ওভারে ভালো বোলিং করতে পারিনি। তামিম ইকবালও আক্রমণাত্মক ছিল।
বিজ্ঞাপন