ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

১৪ বছর পর টেনিসে নির্বাচন

স্পোর্টস রিপোর্টার
২৬ জুন ২০২২, রবিবার

প্রায় চৌদ্দ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ টেনিস ফেডারেশনের  নির্বাচন। সাধারণ সম্পাদক পদে কিশোরগঞ্জ ক্লাবের অ্যাডভোকেট শাহজাহান মনোনয়ন পত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন আবু সাঈদ মোহাম্মদ হায়দার। আজ সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের সভাকক্ষে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই নির্বাচন।    সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র করে ২০০৯ সাল থেকে টেনিস ফেডারেশনের নির্বাচন আটকে ছিল। সর্বশেষ এই পদে নির্বাচিত ছিলেন ছানাউল হক বকুল। তারপর টেনিস নির্বাচিত সাধারণ সম্পাদক পাচ্ছে হায়দারকে। গত ২০শে জুন ম যুগ্ম সম্পাদক পদে রুহুল আমিন বাবু ও লায়লা নূর মনোনয়নপত্র প্রত্যাহার করায় এই পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সাইফুল ইসলাম ও শেখ মঈনউদ্দিন ওয়ালিউল্লাহ। টেনিসের গঠনতন্ত্র অনুযায়ী একজন নারী কার্যনির্বাহী সদস্য রয়েছে। সেই পদে শিরিন আক্তার চৌধুরী একা থাকায় তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিজ্ঞাপন
বাকি ১৫ সদস্যের জন্য লড়াই করবেন ১৯ প্রার্থী। এর মধ্যে রয়েছেন সাবেক তারকা ফুটবলার ও টেনিস ফেডারেশনের সাবেক কোষাধ্যক্ষ শেখ মো. আসলাম। টেনিসে সহ-সভাপতি পদ পাঁচটি। হায়দারের প্যানেলে পাঁচ সহ-সভাপতির বাইরে থেকে নির্বাচন করছেন মাসুদ করিম ও সাবেক তারকা সাঁতারু লায়লা নূর। টেনিসের নির্বাহী কমিটি ২৫ সদস্য বিশিষ্ট। হায়দার-দ্বীন মোহাম্মদের সম্মিলিত পরিষদ পূর্ণাঙ্গ ২৫ জনের প্যানেলই দিয়েছেন। এর বাইরে প্রার্থী রয়েছেন সাত জন। ৯৪ জন কাউন্সিলর নির্বাচনে ভোট দেবেন।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status