ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

অনলাইন

সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ জাতীয় ছাত্র সমাজের

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৫ জুন ২০২২, শনিবার, ৪:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:০৫ অপরাহ্ন

সুনামগঞ্জের বন্যাকবলিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে জাতীয় ছাত্র সমাজ। গত শুক্রবার সুনামগঞ্জের সদর উপজেলার জানিগাঁও জমিরুন নুর উচ্চ বিদ্যালয় ভবনে স্থাপিত আশ্রয় কেন্দ্রে খিচুড়ি বিতরণ করা হয়। জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ছাত্র বিষয়ক যুগ্ম সম্পাদক ফয়সাল দিদার দিপু, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিপ্লব দেব, কেন্দ্রীয় কমিটির সদস্য আফজাল মান্না, সুমন আহমেদ স্বপন. আফরোজ আলী রিপন, রাজ, সেতু সহ জেলা আহ্বায়ক রবিউল ইলাম , সদস্য সচিব উজ্জল, যুগ্ম আহ্বায়ক সালমান প্রমুখ। শনিবার কুরবাননগর ইউনিয়নের আল হেরা জামিয়া মাদ্রাসায় স্থাপিত আশ্রয় কেন্দ্রে খাবার বিতরণ করা হচ্ছে বলে জানান জাতীয় ছাত্র সমাজ এর সাধারণ সম্পাদক আল মামুন। তিনি বলেন, জাতীয় ছাত্র সমাজের এ কর্মসূচী অব্যাহত থাকবে। ১৯৮৮ সালের বন্যায় হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপ্রধান হয়েও কোমর পানিতে নেমে সাধারণ মানুষের পাশে থেকেছেন। তার আদর্শকে ধারণ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর নির্দেশনায় সিলেট বিভাগের বন্যারদের পাশে দাঁড়িয়েছে জাতীয় ছাত্র সমাজ। দেশের সকল বিত্তবানদের দেশের এ দুর্যোগ মুহুর্তে পাশে দাঁড়ানোর আহবান জানান আল মামুন।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status