কলকাতা কথকতা
প্রতীক্ষার অবসান, পদ্মা সেতুর উদ্বোধনে খুশি কলকাতা, দেড়শো কিলোমিটার কমছে ঢাকার দূরত্ব
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ২৫ জুন ২০২২, শনিবার, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২০ অপরাহ্ন
বহু প্রতীক্ষার অবসান। বাংলাদেশের ঐতিহাসিক পদ্মা সেতুর উদ্বোধনে খুশি কলকাতা। সড়কপথে প্রায় দেড়শো কিলোমিটার দূরত্ব কমছে ঢাকার সঙ্গে কলকাতার। যাত্রাপথ অনেক কমে যাওয়ায় পর্যটন এবং বাণিজ্য দুটি ক্ষেত্রেই সুবিধা হবে বলে মনে করছেন ভারত - বাংলাদেশ মৈত্রী সংঘের কর্তারা।
বিশেষ করে বিদেশি সাহায্য ছাড়াই বাংলাদেশের শেখ হাসিনা সরকার, শ্রমিক কর্মীদের দানে যেভাবে ৩০ হাজার কোটি টাকায় প্রায় সাড়ে ৬ কিলোমিটার দৈর্ঘ্য সম্পন্ন এই সেতুটি নির্মাণ করেছে তা প্রশংসার দাবি রাখে। ২০০৭-৮ সালে এই সেতু নির্মাণের প্রকল্প নেয়া হয়। কিন্তু, নির্মাণে প্রচুর অর্থ নয়ছয় হয়েছে বলে অভিযোগ ওঠে।
কানাডা ফেডারেল কোর্টে একটি মামলাও হয়। সেই মামলায় সম্প্রতি রায় দেয়া হয়েছে যে, বাংলাদেশ কোনও টাকা নষ্ট করেনি। ততদিনে ২০১৫ সালে হাসিনা সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে, তারা বিদেশি সাহায্য ব্যতিরেকে এই সেতু নির্মাণ করবে। সাত বছরে স্বপ্ন সাকার হলো।
পাঠকের মতামত
পদ্মা সেতু নির্মান হয়েছে 50% দেশের মানুষের কাছ থেকে ঋন ব্যাংক এর মাধ্যমে আর 50% চিনাদের থেকে ধার নিয়ে, আওয়ামী লীগ কখনো সত্য কথা বলে না কারণ এটা উনাদের অভ্যাস, ইনশআললাহ একদিন সব কিছু সত্য বাহির হবে সঠিক ভাবে, অপেক্ষা করুন,
They Indians always wait eagerly to take advantage from Bangladesh.