ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

১০ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
২৫ জুন ২০২২, শনিবার

রাজধানীর কদমতলী এলাকায় আয়নাবাজ সোহাগের অন্যতম সহযোগী টিটু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রবিন শেখকে ১০ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাজধানীর কাওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান।  বলেন, পূর্ব-শত্রুতার জের ধরে ২০১০ সালের ২৬শে নভেম্বর হুমায়ুন কবির ওরফে টিটুকে গুলি করে হত্যা করে। গুলি টিটুর মাথার ডান পাশে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। আহত টিটুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে টিটুর স্ত্রী বাদী হয়ে কদমতলী থানায় হত্যা মামলা করেন। শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, রবিন শেখ ২০১০ সালে টিটু হত্যা মামলার ৩ নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার হয় এবং ২০১২ সালে কারাগার থেকে জামিনে ছাড়া পায়। সে জামিন নেয়ার পর থেকে পলাতক রয়েছে। ২০১৭ সালের ২৮শে ডিসেম্বর রবিন শেখ এর অনুপস্থিতিতে আদালত রায় দেন। 

আদালত রবিন শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সাজা দেন।

বিজ্ঞাপন
কিন্তু রবিন ২০১২ সালে জামিন লাভের পর থেকে এই পর্যন্ত আত্মগোপনে ছিল। শুক্রবার র‌্যাব-১০ এর একটি দল রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে আয়নাবাজ সোহাগের অন্যতম সহযোগী ও টিটু হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রবিন শেখকে গ্রেপ্তার করে। সে ১০ বছর ধরে পালিয়ে ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রবিন এই হত্যাকাণ্ডের সময় নবাবপুর এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করতো। ২০১২ সালে জামিনে বেরিয়ে আসার পর নিজেকে লুকিয়ে রাখার জন্য নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মিথ্যা পরিচয় দিয়ে রাজমিস্ত্রি হিসেবে কর্মরত ছিল। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বরাবো এলাকায় অটোরিকশার চালক সেজে আত্মগোপনে ছিল। তিনি আরও বলেন, রবিন ও আয়নাবাজ সোহাগ একই এলাকায় পাশাপাশি বাসায় থাকতো। সেই সুবাদে রবিনের সঙ্গে মামুন ও সোহাগের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। ফলে রবিন সোহাগের অন্যতম সহযোগী হিসেবে কাজ করতো বলে জানা যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাব’র এই কর্মকর্তা।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মোবাইল হ্যান্ডসেট/ ‘মেইড ইন বাংলাদেশ’ এখন সংকটে

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status