ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সেতুর উদ্বোধনে পদ্মায় ভাসবে ৫০টি সুসজ্জিত নৌকা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
২৫ জুন ২০২২, শনিবার
mzamin

: উদ্বোধন হচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহুদিনের লালিত স্বপ্নের পদ্মা সেতু। মাদারীপুরের শিবচর বাংলাবাজার ঘাটে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন আর সেতুর উদ্বোধনকে স্মরণীয় করতে ব্যতিক্রমী আয়োজন করেছে চরচান্দা এলাকার পদ্মা পাড়ের জেলেরা। ৫০টি মাছ ধরার নৌকাকে লাল সবুজের পতাকা, বেলুন দিয়ে সাজিয়েছে অপরূপভাবে। তাদের এ নৌকা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভাসবে পদ্মার বুকে।  সরজমিন গতকাল মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট এলাকার চরচান্দা গিয়ে দেখা যায়, ৫০টি নৌকা সারিবদ্ধভাবে বেঁধে রাখা হয়েছে পদ্মার পাড়ে। নৌকাগুলোতে লাল সবুজ পতাকার সঙ্গে ছইয়ের উপরে দেয়া হয়েছে লাল সবুজ বেলুন। নৌকাগুলোর মাস্তুলে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর বাবা ইলিয়াস আহম্মেদ চৌধুরী ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর ছবি। জেলেদের এ ব্যতিক্রম আয়োজন দেখতে ভিড় জমাচ্ছেন হাজারো দর্শনার্থীরা। ফরিদপুর থেকে আসা দর্শনার্থী মো. হাসিব বলেন আমরা পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে এখানে ঘুরতে এসেছি।

বিজ্ঞাপন
এখানে ব্যতিক্রমভাবে  ৫০টি নৌকা সুসজ্জিতভাবে সাজিয়েছে। এমনটা আমি কখনোই দেখিনি। দেখে আমাদের ভীষণ ভালো লাগছে। নৌকার মাঝি আয়নাল হাওলাদার বলেন, আমরা কাল সকালে এই ৫০টি নৌকা নিয়ে পদ্মার বুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবো। আমরা ভীষণ খুশি তার আগমনে। তার এই আগমনে আমাদের পদ্মা পাড়ের জেলেদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় যোগ দেবেন। তাকে স্বাগত জানাতে পদ্মার পাড় থেকে সুসজ্জিত ৫০টি নৌকা ভাসমান থাকবে। এজন্য জেলেদের নিয়ে আমাদের এ উদ্যোগ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status