ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মাগুরায় শেখ রাসেল পৌর শিশুপার্ক উদ্বোধন

মাগুরা প্রতিনিধি
২৫ জুন ২০২২, শনিবার

শেখ রাসেল পৌর শিশুপার্ক উদ্বোধনের মধ্যদিয়ে মাগুরাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পারনান্দুয়ালী- লক্ষ্মীকান্দর গ্রামে নবনির্মিত এ শিশুপার্কের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের এমপি এডভোকেট সাইফুজ্জামান শিখর। এ উপলক্ষে পার্ক প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, এলজিইডি’র ইউজিআইআইপি-৩ এর প্রকল্প পরিচালক এ,কে,এম রেজাউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগ নেতা মুন্সী রেজাউল হক প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, এলজিইডি’র তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (ইউজিআইআইপি-৩) প্রকল্পের আওতায় ১৯ কোটি ২ লাখ টাকা ব্যয়ে ৩ একর জমির ওপর পারনান্দুয়ালী-লক্ষ্মীকান্দর গ্রামে শেখ রাসেল পৌর শিশু পার্কটি নির্মাণ করা হয়েছে। এখানে রয়েছে মিনি ট্রেন, ২টি পিকনিক স্পট, বিশ্রামের জন্য ২টি কটেজ ও পর্যাপ্ত সিটের ব্যবস্থা, শিশুদের খেলাধুলার জন্য দু’টি প্লে-গ্রাউন্ড, ২টি মাল্টি সুইং  (দোলনা), ২টি স্পাইরাল সিøপারসহ ৬টি সিøপার, দু’টি ঢেঁকি কল, দু’টি ফুড কাউন্টার, প্যারাট্রোপার, ৬ সেট ইলেক্ট্রিক বাম্পার কার, ৩২সিটবিশিষ্ট হানি সুইং, ৩২ সিটবিশিষ্ট ওয়ান্ডার হুইলসহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে এ শিশুপার্কটিতে।  
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status