ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মুকসুদপুরে বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
২৫ জুন ২০২২, শনিবার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দুর্নীতি, ঘুষ গ্রহণ ও নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। 
উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাসের বিরুদ্ধে বৃহস্পতিবার সকাল ৮টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, প্রতিষ্ঠানটিতে সহকারী প্রধান শিক্ষক, অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী ও আয়া পদে নিয়োগ প্রদানের জন্য একাধিক প্রার্থীর নিকট থেকে নগদ টাকা এবং জমি রেজিস্ট্রি নিয়েছেন প্রধান শিক্ষক স্বপন কুমার দাস। মানববন্ধনে বক্তারা এই শিক্ষাপ্রতিষ্ঠানে এসব দুর্নীতি, ঘুষ গ্রহণ ও অবৈধ নিয়োগ বাণিজ্য যারা করছে তাদের দৃষ্টান্তরমূলক শাস্তি ও নিয়োগ বন্ধের দাবি জানান। অভিযুক্তদের সঙ্গে আলাপকালে তারা জানান, সঠিক নিয়মে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়েছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status