ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

নওগাঁয় ট্রাক চাপায় ৫ সিএনজি যাত্রী নিহত

নওগাঁ প্রতিনিধি
২৫ জুন ২০২২, শনিবার

নওগাঁ-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার বাবলাতলীর মোড়ে ট্রাক চাপায় ৫ সিএনজি আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ জন।   গতকাল সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ৫ সিএনজি আরোহীর মধ্যে ৪ জনই শিক্ষক। আহত নারী নুরজাহান (৩০) ও শিক্ষিকা। তিনি নিয়ামতপুর উপজেলার করিদহ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষিকা। তাকে  আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, নিহতরা হলেন- জেলার নিয়ামতপুর উপজেলার বাত মেহেদা গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), একই উপজেলার বিজলী গ্রামের মকবুল হোসেন (৫৭), ভাতরণ্ড গ্রামের জান্নাতুন ফেরদৌস (৩৫) ও ডাঙাপাড়া গ্রামের অটোরিকশা চালক সেলিম উদ্দিন (৪৫)। নিহত আরেকজন হলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ  সদরের বাসিন্দা লেনিন সরকার (২৮)। এদের মধ্যে সেলিম ব্যতীত অপর ৪ জন মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

বিজ্ঞাপন
তারা একটি প্রশিক্ষণে অংশ নেয়ার জন্য সিএনজি নিয়ে নিয়ামতপুর থেকে নওগাঁ সদরে আসছিলেন। মরদেহ নওগাঁ সদর থানায় নিয়ে আসা হয়েছে। পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি জুয়েল। নওগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাহবুব হাসান ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাবলাতলীর মোড়ে একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে নিয়ামতপুর থেকে নওগাঁগামী সিএনজির সঙ্গে রাজশাহীগামী একটি ফিডবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে  ট্রাক ও সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ৫ জন নিহত ও ১ জন আহত হন। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন।  

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মোবাইল হ্যান্ডসেট/ ‘মেইড ইন বাংলাদেশ’ এখন সংকটে

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status