ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

গোবিন্দগঞ্জে সন্তানের পিতৃপরিচয় দাবি অসহায় এক নারীর

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
২৫ জুন ২০২২, শনিবার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক নারী সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে। অসহায় এ নারী ভূমিষ্ঠ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের মিরুপাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা ওই নারীর ওপর কুনজর পড়ে একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মেনারুল ইসলামের। বিভিন্ন সময় সে তাকে কুপ্রস্তাব দিতো। এরই একপর্যায়ে গত বছরের ১৬ই সেপ্টেম্বর একটি ফাঁকা বাড়িতে ওই নারীকে জোরপূর্বক মেনারুল ধর্ষণ করে। ধর্ষণের সময় তার চিৎকার ও চেঁচামেচিতে আশেপাশের বাড়ির লোকজন ছুটে এসে মেনারুলকে আপত্তিকর অবস্থায় দেখে। এ সময় লোকজন মেনারুলকে আটক করলে সে তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। এ অবস্থায় বিক্ষুব্ধ লোকজন শান্ত হয়ে মেনারুলের কথা মেনে নিয়ে ছেড়ে দেয়। এরপর থেকেই তাকে বিয়ে করতে নানা তালবাহানা শুরু করে। এদিকে ধর্ষিত হওয়ার কারণে ওই নারী গর্ভবতী হয়ে পড়ে।

বিজ্ঞাপন
এ অবস্থায় বারবার মেনারুলকে বিয়ের কথা বললে সে অস্বীকৃতি জানিয়ে গা-ঢাকা দেয়। বাধ্য হয়ে কাজল গত ২০২১ সালের ২২শে নভেম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ গাইবান্ধায় মেনারুলসহ ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে ভুক্তভোগী নারীসহ তার পরিবারের লোকজনকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিতে থাকে মেনারুল। একপর্যায়ে গত ২২শে ফেব্রুয়ারি মেনারুল ও তার লোকজন দলবদ্ধভাবে কাজলের বাড়িতে হামলা চালিয়ে তার গর্ভে থাকা সন্তানকে হত্যার উদ্দেশে পেটে সজোরে লাথি মারে এবং বেধড়ক মারপিট করে। মামলা চলাকালীন সময়ে চলতি বছরের ২১শে জুন রাতে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার একটি ছেলে সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের পর থেকেই দারুণভাবে ভেঙে পড়েছেন। এসব বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তার ভূমিষ্ঠ সন্তানের পিতৃপরিচয়ের ব্যবস্থা করে দেয়ার জন্য প্রশাসনসহ সকলের নিকট আকুল আবেদন জানিয়েছেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status