ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় এক পক্ষের মামলা, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৫ জুন ২০২২, শনিবার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় এক পক্ষ মামলা দায়ের করেছে। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ পক্ষের সাইফুল ইসলাম জাফরুল বাদী হয়ে গতকাল পাকুন্দিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট সোহ্‌রাব উদ্দিনের পক্ষের লোকজনকে আসামি করা হয়েছে। এরমধ্যে ৩১ জনের নামোল্লেখ ও ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ভিপি ফরিদ উদ্দিনকে। মামলায় বাদী পুলেরঘাটের আঞ্চলিক নেতা ও ষাটকাহন গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম জাফরুল তার বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট, তার বাড়িতে এসএস এনজিও’র অফিস ভাঙচুর, ভল্ট লুটসহ তাণ্ডব ও লুটপাটের অভিযোগ এনেছেন। মামলার আসামিদের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হচ্ছে- উপজেলার মাইজহাটির কালু (৪০) ও শামীম (৪১) এবং বিশুহাটির জীবন (৩৬)। পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে উপজেলার পুলেরঘাট বাজার এলাকায় বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ সমর্থক নেতাকর্মী এবং সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহ্‌রাব উদ্দিনের সমর্থক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
সংঘর্ষের সময় পুলেরঘাট বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে ব্যবসায়ীরা বাজারের সব দোকানপাট বন্ধ করে দেন। কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পুলেরঘাট বাজার অংশে যান চলাচল বিঘ্নিত হয়। এছাড়া একপর্যায়ে সংঘর্ষ আশপাশের কয়েক গ্রামে ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ছবি ও ভিডিও ধারণ করতে গেলে চ্যানেল টুয়েন্টি ফোর এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সালের ওপর একটি পক্ষ চড়াও হয়ে তার মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে। মোটরসাইকেল ভাঙচুর করা হয় প্রথম আলো’র জেলা প্রতিনিধি তাফসিলুল আজিজের। এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে চণ্ডিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন টিপু, উপজেলা ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ তুহিন, মকবুল, সোহাগসহ অন্তত ১০ জন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং আতিকুল ইসলাম স্বপন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status