ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

শিক্ষাঙ্গন

করোনার পর শিক্ষায় বন্যার হানা

পিয়াস সরকার
২৫ জুন ২০২২, শনিবার

করোনার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই শিক্ষাখাতে হানা দিয়েছে বন্যা। একে একে বন্ধ হয়ে গেছে প্রায় সাড়ে সাত হাজার শিক্ষাপ্রতিষ্ঠান। নতুন করে বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে ৪১১টি প্রতিষ্ঠান। স্থগিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সেইসঙ্গে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে দেয়ার কথা বলা হচ্ছে। শুধু তাই নয় স্থগিত করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এড পরীক্ষা। করোনার ক্ষতি লাঘবে কিছুটা সময় পাওয়ার পর বন্যার এই ধাক্কাকে বড় ক্ষতি বলছেন সংশ্লিষ্টরা। করোনার সংক্রমণ রোধে দীর্ঘ ১৮ মাস বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হলেও করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে গত ২১শে জানুয়ারি এক মাস বন্ধ রাখে সরকার। করোনার ক্ষতি পাশ কাটিয়ে পুরোদমে চলছিল শিক্ষা কার্যক্রম।

বিজ্ঞাপন
কিন্তু ফের শিক্ষাপ্রতিষ্ঠানে আঘাত হানে বন্যার ঢেউ।  আগামী ১৯শে জুন থেকে শুরু হওয়ার কথা ছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১৯শে জুলাই। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল ২২শে আগস্ট। শিক্ষা ক্যালেণ্ডার অনুযায়ী এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হয়। করোনার কারণে এই পরীক্ষা নেয়ার ঘোষণা দেয়। কিন্তু বন্যা পরিস্থিতিতে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। এই পরীক্ষার উদ্দেশ্যে ইতিমধ্যে খাতা ও প্রশ্ন পাঠানো হয়েছে। এই প্রশ্ন নিরাপদে রাখতে জেলা প্রশাসকদের চিঠিও দেয়া হয়েছে শিক্ষা বোর্ডগুলোর তরফ থেকে। বন্যাদুর্গত সিলেট বোর্ড থেকে ৯৩০টি স্কুলের ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন।  আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমরা আরও সপ্তাখানেক পর্যবেক্ষণ করবো। পরীক্ষা শুরুর অন্তত এক সপ্তাহ আগে রুটিন প্রকাশ করা হবে। বন্যায় কাবু সিলেট ও সুনামগঞ্জ। সেইসঙ্গে প্রতিবছরের মতো বন্যা হানা দিয়েছে কুড়িগ্রামে। পানি ভাসিয়ে নিয়েছে লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী ও রংপুরের কিছু অঞ্চল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, ৪১১টি সরকারি প্রাইমারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে ২৯৪টি, গাইবান্ধায় ১১১, লালমনিরহাটে ১৪, নীলফামারীতে ১১ ও রংপুরে একটি স্কুল। এখন পর্যন্ত মোট কতটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়েছে তার সঠিক তথ্য মেলেনি। তবে প্রায় ৫ হাজারের মতো স্কুল বন্ধের তথ্য এসেছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রায় ১১শ’ মাধ্যমিক বিদ্যালয়, প্রায় ৩শ’ কলেজ ও ৪শ’ মাদ্রাসা বন্ধ রয়েছে। সব মিলিয়ে দেশব্যাপী আনুমানিক সাড়ে ৭ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

   

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status