বাংলারজমিন
ছাদ থেকে পড়ে সোনাগাজীর আহত ছাত্রদল নেতার মৃত্যু
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
২৪ জুন ২০২২, শুক্রবারচট্টগ্রামের চকবাজার এলাকায় একটি নির্মাণাধীন দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে ফখরুল ইসলাম হৃদয় (১৭) নামে এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। সে ফেনী জেলার সোনাগাজী পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের প্রচার সম্পাদক ও পাগলী বাড়ির ওমান প্রবাসী জসিম উদ্দিনের ছেলে। নিহতের পরিবার জানায়, ফখরুল ইসলাম হৃদয় পড়ালেখার পাশাপাশি নির্মাণ শ্রমিকের সহযোগী হিসেবে ওই ভবনে কাজ করছিল। অসাবধানতাবশত দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে বুধবার দুপুরে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। উপজেলা যুবদলের সভাপতি খুরশিদ আলম ভূঞা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।