বাংলারজমিন
কেন্দুয়ায় হাওরে বেড়াতে গিয়ে নৌকা ডুবে নারীর মৃত্যু
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
২৪ জুন ২০২২, শুক্রবারনেত্রকোনার কেন্দুয়ায় হাওরে বেড়াতে গিয়ে নৌকা ডুবে জুলেকা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি গত মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নে জুড়াইল গ্রামে ঘটে। নিহত জুলেকা জুড়াইল গ্রামের হারেছ মিয়ার স্ত্রী। নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য সেলিম মিয়া জানান, বন্যার পানি গ্রামের সকলের ঘরের দুয়ারে। বেলা ১১টার দিকে তারা ৮ জন মিলে নৌকা নিয়ে বাড়ির সামনে হাওরে ঘুরতে যায়। হটাৎ নৌকা ডুবে গেলে সবাই সাঁতরে তীরে আসলেও নিহত জুলেকা আসতে পারেনি। পরে জুলেকার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত জুলেকা দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক কন্যা সন্তানের মা ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের আবহ বইছে। পরিবারে চলছে শোকের মাতম।
বিজ্ঞাপন