বাংলারজমিন
ত্রিশাল পৌরসভার বাজেট ঘোষণা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
২৪ জুন ২০২২, শুক্রবারময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটের পরিমাণ ৪৩ কোটি ৩৭ লাখ ৭১ হাজার ২০ টাকা। বুধবার পৌর মিলনায়তনে পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছের পক্ষে বাজেট ঘোষণা করেন পেনেল মেয়র-১ রাশিদুল হাসান বিপ্লব। অনুষ্ঠানে রাশিদুল হাসান বিপ্লবের সভাপতিত্বে ও (ভারপ্রাপ্ত) সচিব ও নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র-২ মানিক সাইফুল, প্যানেল মেয়র (৩) ফাতেমা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, সমাজ সেবক মশিউর রহমান দীপক, কাউন্সিলর ওসমান গনি কুসুম, শাহীন মিয়া, মেহেদী হাসান নাসিম, আলমগীর কবির, খালেদ মাহমুদ, আনিছুজ্জামান, সংরক্ষিত কাউন্সিলর শাহানাজ পারভীন, বিউটি আক্তার প্রমুখ। বাজেট ঘোষণা শেষে সাংবাদিক এবং উপস্থিতিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পেনেল মেয়র-১ রাশিদুল হাসান বিপ্লব। ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের রাজস্ব খাতে মোট আয়- ৬,৫০,৭১,০২০, উন্নয়ন খাতে- ৩৬,৮৭,০০,০০০ টাকাসহ সর্বমোট আয় ৪৩,৩৭,৭১,০২০ টাকা। রাজস্ব খাতে মোট ব্যয়- ৬,৩৪,১৭,০০০ উন্নয়ন খাতে ব্যয় ৩৬,৮৭,০০,০০০ টাকাসহ সর্বমোট ব্যয়- ৪৩,২১,৩৭,০০০ টাকা। উদ্বৃত্ত- ১৬, ৫৪,০২০ টাকা। অর্থবছরের জন্য প্রস্তাবিত মোট বাজেট- ৪৩,৩৭, ৭১,০২০ টাকা। উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থবছরের জন্য সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ১১,৪১,২২,৩৫৬ টাকা।