খেলা
ডি মারিয়ায় চোখ কোচ তেভেজের
স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২২, শুক্রবার
চলতি বছরের শুরুতে অবসরের ঘোষণা দেন কার্লোস তেভেজ। তবে দ্রুতই ফুটবলে ফেরেন তিনি কোচ হয়ে। আর কোচ হয়ে প্রথমেই তিনি নজর দিলেন আর্জেন্টিনা দলে এক সময়ের সতীর্থ খেলোয়াড় আনহেল ডি মারিয়ার দিকে। আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রাল এক বছরের চুক্তিতে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তেভেজকে। গতকাল তার অধীনে দলের প্রথম অনুশীলন সেশন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তেভেজ। নতুন ভূমিকায় এসেই তেভেজকে কথা বলতে হয় সাবেক সতীর্থ আনহেল ডি মারিয়াকে নিজের ক্লাবে নিয়ে যাওয়া নিয়ে। ডি মারিয়ার ক্যারিয়ারের শুরু রোজারিও সেন্ট্রাল ক্লাবেই। ডি মারিয়ার ভবিষ্যতও আর্জেন্টিনায় বড় আলোচনার বিষয়। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি শেষ ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গারের। ক্যারিয়ারের শেষ পর্যায়ে আবার রোজারিও সেন্ট্রালে ফেরার ইচ্ছা তার অনেক পুরোনো।