বাংলারজমিন
বেনাপোলে স্বর্ণের বার উদ্ধার
বেনাপোল প্রতিনিধি
২৪ জুন ২০২২, শুক্রবারচট্টগ্রাম-কলকাতা কাটা সার্ভিস গ্রীন লাইন পরিবহনের সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় ৭৬৬ গ্রাম ওজনের ১০ পিস সোনার বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।
গতকাল সকাল ১০টার দিকে বাসটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে বিজিবি সদস্যরা তল্লাশি করে ওই সোনার বারগুলো পায়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি ভারতে স্বর্ণ পাচারের জন্য চট্টগ্রাম থেকে গ্রীন লাইনের একটি পরিবহন বেনাপোলের উদ্দেশ্য আসছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বাসটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে তল্লাশি করে সিটের নিচ থেকে ১০টি সোনার বার পাওয়া যায়। এ সময় স্বর্ণের কোনো মালিক শনাক্ত করা সম্ভব হয়নি। আটককৃত স্বর্ণের সিজারমূল্য ৬৫ লাখ ৮৭ হাজার ছয়শ’ টাকা।