বিনোদন
ছবি বিক্রি করে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় ভাবনা
স্টাফ রিপোর্টার
(৬ দিন আগে) ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার, ৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫২ অপরাহ্ন

সিলেট ও সুনামগঞ্জের মানুষ স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন। বিভিন্ন অঙ্গনের মানুষেরা এসব মানুষের পাশে দাড়াচ্ছেন। পাশে দাঁড়াচ্ছেন শোবিজ তারকারাও। এবার বন্যায় ক্ষতিগ্রস্ত এসব অসহায় মানুষের জন্য নিজের আঁকা ছবি বিক্রি করে তহবিল গড়তে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ২৩ জুন নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন এই অভিনেত্রী। তিনি জানান, এরই মধ্যে নিজ উদ্যোগে যতটুকু পেরেছেন বন্যাকবলিতদের জন্য সহযোগিতা পাঠিয়েছেন। কিন্তু আরও বড় আকারে ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করতে চান। তাই নিজের প্রথম একক চিত্র প্রদর্শনীর জন্য জমানো ছবিগুলোই বিক্রি করার উদ্যোগ নিয়েছেন তিনি। ফেসবুকে ভাবনা লিখেন, আপনারা সবাই জানেন শিল্প আমার পেশা এবং আমার ভালোবাসার জায়গা। এবং আমি আমার প্রথম প্রদর্শনীর জন্য একটি সিরিজ তৈরি করার জন্য দিনরাত পরিশ্রম করেছি, কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতি বিশেষ করে সিলেটের অবস্থা দেখে আমি আমার শিল্পকর্ম বিক্রি করার পরিকল্পনা করেছি।