বিশ্বজমিন
সাবেক মিস ব্রাজিল কোরেইয়া আর নেই
মানবজমিন ডেস্ক
(৬ দিন আগে) ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার, ৫:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৬ পূর্বাহ্ন

মাত্র ২৭ বছর বয়সে মাথায় রক্তক্ষরণ ও হার্ট এটাকে মারা গেছেন সাবেক মিস ব্রাজিল গ্লেইসি কোরেইয়া। টনসিল অপসারণে নিয়মিত অপারেশনের পর এ অবস্থার সৃষ্টি হয় বলে খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, মিস কোরেইয়া ২০১৮ সালে মিস ইউনাইটেড কন্টিনেন্টস ব্রাজিল বিজয়ী। সোমবার তিনি একটি বেসরকারি ক্লিনিকে মারা গেছেন। দু’মাস ধরে তিনি ছিলেন কোমায়। তার টনসিল অপারেশন করা হয়েছিল। কিন্তু এর কয়েকদিন পরে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে তার। ৪ঠা এপ্রিল হার্ট এটাক করেন। তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পারিবারিক পাস্তুর লিডিয়ানে আলভেস দ্য ওয়াশিংটন পোস্টকে বলেছেন, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
মিস কোরেইয়া একজন মডেল, বিউটিশিয়ান, ইনফ্লুয়েন্সার। ইন্সটাগ্রামে আছে তার কমপক্ষে ৫৬ হাজার অনুসারী। তার জন্ম ব্রাজিলের আটলান্টিক উপকূলে ম্যাকুই শহরে।