শরীর ও মন
যেমন চুল তেমন চিরুনি
অধ্যাপক ডা. এস এম বখতিয়ার কামাল
২০ ডিসেম্বর ২০২৩, বুধবার
সৌন্দর্য বর্ধনে চুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘন, কালো ও লিকলিকে চুলে যে কাউকেই দেখতে সুন্দর লাগে। আজকাল প্রায় সকলের চুল ছোট ছোট রাখতে দেখা যায়। কারণ চুল ঝরে পড়ছে, চুল ঠিকমতো বড় হচ্ছে না। আর চুল পাতলা হয়ে যাচ্ছে। এর জন্য পানিদূষণ, বায়ুদূষণও অনেকটা দায়ী। চুলের বৃদ্ধি ঠিকমতো যাতে হয় এ জন্য চুলের অনেক রকম ব্যায়ামও রয়েছে। আর সে ব্যায়াম হলো চিরুনি। সঠিকভাবে চিরুনি ব্যবহারের মাধ্যমে এ সমস্যা অনেকটাই দূর হবে। আবার বিভিন্ন চুলের জন্য বিভিন্ন চিরুনি রয়েছে। এজন্য সঠিক চিরুনি কেনা ও সেটা ব্যবহার করা সম্পর্কে জানতে পারলে চুলের সমস্যার হাত থেকে অনেকটাই রেহাই পেতে পারেন।
মনে রাখতে হবে স্বাভাবিক চুলের জন্য মাঝারি দাঁতের চিরুনি, সিল্কি স্ট্রেইট চুলের জন্য হেয়ার ব্রাশ ব্যবহার করতে হবে। কারণ এ ধরনের চুলগুলো সাধারণত ফুলে যায় না। হেয়ার ব্রাশ ব্যবহার করলে চুল ফোলাতে পারবেন আর ইচ্ছামতো যেকোনো ডিজাইনে চুল বাঁধতেও পারবেন। আর চুল খুব বেশি পাতলাও মনে হবে না। তাই এ ধরনের চুলের জন্য হেয়ার ব্রাশ ব্যবহার করা উচিত।
কোকড়ানো চুলের জন্য হেয়ার ব্রাশ ব্যবহার করা যাবে না। তবে চুলে জট পড়বে, চুল ছিঁড়বে, আরও নানা ধরনের সমস্যা দেখা দিবে। কোকড়ানো চুলের জন্য মোটা দাঁতের চিরুনি ব্যবহার করতে হবে। তারপর মোটা দাঁতের চিরুনি দিয়ে ভালো করে চুল আঁচড়াতে হবে। অনেকেরই চুল খুব তাড়াতাড়ি ভেঙে যায় বা পড়ে যায়। এ ধরনের চুল যাদের রয়েছে তারা কখনই সরু দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ানো যাবে না। চুলে জট পড়বে ও খুব আস্তে আস্তে না আঁচড়ালে চুল অনেক বেশি ছিঁড়বে ও ক্ষতিগ্রস্ত হবে। এ ধরনের চুল খুব আস্তে আস্তে যত্ন করে আঁচড়াতে হবে।
এ ছাড়াও গোল গোল কিছু ব্রাশ রয়েছে। চুল লম্বা ও ঘন হলে এ ধরনের চিরুনি ব্যবহার করতে পারেন। তবে আপনার চুল অনেক বেশি ভালো থাকবে। প্যাডেল ব্রাশ বিভিন্ন ধরনের হয়ে থাকে। এটা লম্বাটে, চওড়া ও গোল হয়ে থাকে। চুল লম্বা ও কোকড়ানো হলে এ প্যাডেল ব্রাশ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এ ব্রাশটি ব্যবহার করলে অনেক ভালো হবে। চুল উঠবে অনেক কম আর যতেœ থাকবে। ব্রেনটেড ব্রাশ ছোট ছোট চুলের জন্য খুবই ভালো। কুশন ব্রাশ সাধারণত ডিম্বাকৃতির ও গোলাকৃতিরও হয়ে থাকে। এ ধরনের চিরুনি দিয়ে আঁচড়ালে চুল অনেক ভালো থাকে। যাদের লম্বা চুল তারা এ ধরনের চিরুনি দিয়ে চুল আঁচড়াতে পারেন।
একটি কথা খেয়াল রাখতে হবে আপনার চিরুনিটা যেন সব সময় পরিষ্কার থাকে। আর এটি অন্য কেউ যেন ব্যবহার না করতে পারে। কারণ একটি চিরুনি বহুজনে ব্যবহার করলে চুলের নানা রকম সমস্যা ও চুলের বা মাথার স্কাল্পে ইনফেকশন হতে পারে।
লেখক: হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন ও চিফ কনসালট্যান্ট কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার। যোগাযোগ- কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার, বিটিআই সেন্ট্রা গ্র্যান্ড, ফার্মগেট, গ্রীন রোড, ঢাকা। সেল- ০১৭১১৪৪০৫৫৮