শেষের পাতা
বিএনপি ক্ষমতায় গেলে খালেদা জিয়া হবেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
২৩ জুন ২০২২, বৃহস্পতিবারক্ষমতায় গেলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তার অবর্তমানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। গতকাল বিকালে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, বিএনপিতে নেতৃত্বের সংকট নেই। বরং আওয়ামী লীগে নেতৃত্বের সংকট রয়েছে। আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ নেই। শেখ হাসিনা চলে
গেলে কী যুদ্ধ হবে- তা কেবল তারাই বলতে পারবে। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে আর কোনো নির্বাচন হবে না। তাকে সরে যেতে হবে।
বিজ্ঞাপন
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি যাবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, যারা মানুষ হত্যা করে, বিশিষ্টজনদের চুবিয়ে মারতে চায়, তাদের আমন্ত্রণে বিএনপি নেতাকর্মীরা যাবেন না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
মন্তব্য করুন
শেষের পাতা থেকে আরও পড়ুন
শেষের পাতা থেকে সর্বাধিক পঠিত
৫
মিতু হত্যা মামলায় নতুন মোড়/ ভয় দেখিয়ে আসামি ভোলার স্বীকারোক্তি আদায়ের অভিযোগ
৬
পশ্চিমা চাপ মোকাবিলায় ভারতের সাহায্য/ পররাষ্ট্রমন্ত্রী বললেন, দিল্লি ইতিবাচক
৭