বাংলারজমিন
কুমিল্লার চান্দিনায় বাজারে গিয়ে চাঁদাবাজির প্রমাণ পেলেন এমপি
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
২৩ জুন ২০২২, বৃহস্পতিবার
কুমিল্লার চান্দিনায় ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে বাজার পরিদর্শনে এসে চাঁদাবাজির সত্যতা পেলেন সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত। চান্দিনায় উপজেলা সদরে ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ পেয়ে গত মঙ্গলবার ওই বাজার পরিদর্শনে যান সংসদ সদস্য। এ সময় মরম আলী, ইউসুফ আলী, ইসমাইল হোসেন, মোয়াজ্জেম হোসেনসহ বিপুলসংখ্যক ব্যবসায়ী তাদের অসহায়ত্ব প্রকাশ করে প্রকাশ্যেই চাঁদাবাজ সিন্ডিকেটের প্রধান জাহাঙ্গীর আলম গংদের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য চান্দিনা বাজারের ইজারাদার মো. জাহাঙ্গীর আলমকে ডেকে এনে প্রকাশ্যে ভর্ৎসনা করেন এবং ব্যবসায়ীদের কাছে ক্ষমা চাইতে বলেন। এ সময় জাহাঙ্গীর এবং তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি নির্দেশ দেয়া হয়। ব্যবসায়ীরা ইজারাদার জাহাঙ্গীর আলম ও তার সহযোগী কাউন্সিলর নাদিমুর রহমানের ছেলে নাঈম, মেহেদী হাসান, ইকবাল হোসেন ইবু, লিটন গাজী, সজীব মুন্সিসহ তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ করেন। ভুক্তভোগীদের অভিযোগ আমলে নিয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত। এদিকে জাহাঙ্গীর আলম সিন্ডিকেট চান্দিনা বাজার ইজারা নেয়ার পর থেকেই কাঁচাবাজার, মাছ বাজারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলাসহ উচ্ছেদ এবং মারধর করার অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান বাবু তপন বক্সী, পৌর মেয়র শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল প্রমুখ।