বাংলারজমিন
শার্শায় ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার, যশোর থেকে
২৩ জুন ২০২২, বৃহস্পতিবারযশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের একজন মেম্বরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। নিহত মেম্বারের নাম আশানুজ্জামান বাবলু (৪২)। তিনি স্থানীয় মহিষাকুড়া গ্রামের রমজান আলীর ছেলে এবং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার। নিহত বাবলু স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা বলে জানা গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় গ্রাম্য বাজার থেকে নিজ বাড়ি মহিষাকুড়ায় যাবার পথে একদল মুখোশধারী দুর্বত্ত তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে। খবর পেয়ে ঘটনার পরপরই স্থানীয় শার্শা সার্কেলের এএসপি জুয়েল ইমরানসহ পুলিশের একটি টিম এবং র্যাবের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে ইউপি মেম্বারের রক্তাক্ত লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় এখনো শার্শা থানায় কোনো মামলা রেকর্ড হয়নি বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। স্থানীয়রা জানান, রাত ১০টার পরপরই স্থানীয় মহিষাকুড়া বাজারের চায়ের দোকান থেকে মেম্বার বাবলু নিজ গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। কিছুদূর হেঁটে যাওয়ার পর একদল মুখোশধারী দুর্বৃত্ত বাবলুর ওপর হামলা করে।