বাংলারজমিন
ঈশ্বরদীতে পদ্মার আগ্রাসী রূপ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
২৩ জুন ২০২২, বৃহস্পতিবারপাবনার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের পদ্মার তীরবর্তী কয়েকটি গ্রামের মানুষের মধ্যে ভাঙন আতঙ্কের সৃষ্টি হয়েছে। বর্ষার শুরুতেই ভাঙনের ফলে ঝুঁকির মধ্যে রয়েছে সাঁড়ার নদীর বাম তীর সংরক্ষণ বাঁধ ও লালন শাহ সেতু রক্ষা বাঁধটি। গ্রামবাসীর আশঙ্কা, ভাঙন ও পানির তীব্রতা বাড়লে যেকোনো সময় ভাঙতে পারে বাঁধটি। গতকাল সকালে সরজমিন দেখা গেছে, বর্ষার শুরুতেই এবার পদ্মা নদীর বাঁধের সীমানার খুব কাছাকাছি ভাঙন শুরু হয়েছে। এতে নদী তীরবর্তী মানুষরা অনেকটা শঙ্কায় রাত কাটাচ্ছেন। এক সপ্তাহের ব্যবধানে এখানে থানাপাড়া ও ব্লকপাড়ায় বাঁধের জমি ভেঙেছে। পানির তোড়ে এরই মধ্যে প্রায় ১০ বিঘা বাঁধের সামনের জমি বিলীন হয়েছে। গ্রামবাসী জানান, দেশের বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় সঙ্গে পাল্লা দিয়ে ঈশ্বরদীর পদ্মায় পানি বাড়ছে। ৭-৮ দিনে নদীতে প্রায় পাঁচ ফুট পানি বেড়েছে সাঁড়া ঘাটের সীমানায়। পানি বাড়ার কারণে সাঁড়ার ৫ নম্বর ঘাটের সামনের চরের ৫০ বিঘা অনাবাদি জমিও পানির নিচে তলিয়ে গেছে।