বিনোদন
ছয় মাসে মুক্তি ১৮ সিনেমা
ঘুরে দাঁড়ানোর চেষ্টা
মাজহারুল তামিম
২৩ জুন ২০২২, বৃহস্পতিবার
মহামারি করোনার চোখ রাঙানিতে দেশের অন্যান্য অঙ্গনের মতো এলোমেলো হয়ে পড়েছিল চলচ্চিত্রাঙ্গনও। দীর্ঘ সময় ধরে দুঃসময় পার করা এ ইন্ডাস্ট্রির দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা হয় এ সময়ে। তবে সেই নাজুক অবস্থা কাটতে শুরু করেছে। দর্শক হলমুখী হয়েছে গত ঈদ থেকে। প্রতি সপ্তাহে নতুন সিনেমা মুক্তির কারণে সরব হয়ে উঠতে শুরু করেছে এ অঙ্গন। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির দেয়া তথ্যমতে, ২০২০ সালে মুক্তি পায় মাত্র ১৫ ও ২০২১ সালে ৩২টি সিনেমা। চলতি বছর প্রায় ৬ মাসেই ইতিমধ্যে ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো হলো- ‘ছিটমহল’, ‘তোর মাঝেই আমার প্রেম’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ , ‘মাফিয়া ১’, ‘মুখোশ’, ‘শিমু’, ‘গুণিন’, ‘লকডাউন লাভ স্টোরি’, ‘জাল ছেঁড়ার সময়’, ‘বিদ্রোহী’, ‘গলুই’, ‘বড্ড ভালোবাসি’, ‘শান’, ‘পাপ-পুণ্য’, ‘আগামীকাল’, ‘বিক্ষোভ’, ‘তালাশ’ ও ‘অমানুষ’। চলতি সময়ের চলচ্চিত্রের অবস্থা প্রসঙ্গে গুণী পরিচালক মতিন রহমান মানবজমিনকে বলেন, নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। দর্শকও হলে আসতে শুরু করেছে।