বিনোদন
ভাড়াটে খুনি
স্টাফ রিপোর্টার
২৩ জুন ২০২২, বৃহস্পতিবার
অভিনেতা সজল হাজির হচ্ছেন অন্য এক রূপে। এবার তিনি অভিনয় করেছেন ভাড়াটে খুনির চরিত্রে। আনন জামানের চিত্রনাট্যে ‘আয়েশা’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। আজ রাত ১০টায় নাটকটি প্রচার হবে বৈশাখী টেলিভিশনে। এতে আরও অভিনয় করেছেন মীম মানতাশা, শামীম শান, সুজাত শিমুল, রাখাল সবুজ প্রমুখ।