অনলাইন
চিলমারীতে বাড়ছে বন্যার পানি, ঘরছাড়া শ’ শ’ পরিবার
সাওরাত হোসেন সোহেল, চিলমারী (কুড়িগ্রাম) থেকে
(৩ দিন আগে) ২২ জুন ২০২২, বুধবার, ৩:৪৮ অপরাহ্ন

ব্রহ্মপুত্রের পানি চলছে বিপদ সীমার ওপর দিয়ে। বিপদ কাটেনি চিলমারীর। দুশ্চিন্তায় বানভাসিরা। ঘরছাড়া হয়েছে শ’ শ’ পরিবার। বিপাকে রয়েছে ঘরছাড়া পরিবারগুলো। ত্রাণ বিতরণ শুরু হলেও নজর পড়ছে না বাঁধে আশ্রয় নেয়া বানভাসিদের ওপর। বাড়িঘর ছেড়ে আশ্রয় নেয়া বানভাসিদের বাড়ছে দুর্ভোগ। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব। কিশোরী মেয়েসহ গরু, ছাগল নিয়েও দুশ্চিন্তায় দিন পার করছেন তারা।
জানা গেছে, বন্যার পানি চারদিকে ঢুকে পড়ায় কুড়িগ্রামের চিলমারীর বেশির ভাগ এলাকা তলিয়ে গেছে। প্রায় ৫০ থেকে ৬০ হাজার মানুষ রয়েছে পানিবন্দি হয়ে।
বিজ্ঞাপন