বিনোদন
আলাপন
নিজের ঢোল নিজে পিটিয়ে লাভ নেই -বিদ্যা সিনহা মিম
মাজহারুল তামিম
(৪ দিন আগে) ২২ জুন ২০২২, বুধবার, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫২ অপরাহ্ন

দীর্ঘ সময়ের বিরতির পর বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ২০১৯ সালে ‘সাপলুডু’ মুক্তির পর আসছে কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে মিম অভিনীত সিনেমা ‘পরাণ’। রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় মফস্বলের একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের এ জনপ্রিয় নায়িকা। সিনেমাটিতে মিমের বিপরীতে দুইজন অভিনেতাকে দেখা যাবে। তারা হলেন- ইয়াশ রোহান ও শরিফুল রাজ। অনেকদিন পর প্রেক্ষাগৃহে আপনার সিনেমা মুক্তি পাচ্ছে। অনুভূতি কেমন? মিম বলেন, ‘পরাণ’ মুক্তির পরিকল্পনা ছিল আরও আগে। করোনাসহ নানা কারণে সেটা সম্ভব হয়নি। ফাইনালি মুক্তি পাচ্ছে। এটা তো অবশ্যই আনন্দের ব্যাপার।

এই সিনেমাটা কেন দেখা উচিত দর্শকদের? মিমের সোজাসাপ্টা উত্তর- কোনো ছবির সঙ্গে আমি মেলাতে চাই না আসলে। আর নিজের ঢোল নিজে পিটিয়েও লাভ নেই। তারপরও এতটুকু বলবো আমার করা অনেক ছবির মধ্যে এটা অন্যতম। বিনোদন, মাইন্ড রিফ্রেশের জন্য আমরা ছবি দেখি। এই সিনেমাটাও সবাইকে বিনোদিত করবে। ফ্যামিলিসহ একসঙ্গে বসে দেখার মতো সিনেমা। দর্শকদের বলবো অবশ্যই আপনারা ‘পরাণ’ হলে গিয়ে দেখবেন। বিয়ের পর প্রথম কোনো সিনেমা মুক্তি পাচ্ছে। স্বামী সনিকে নিজের সিনেমা দেখাবেন না? মিম হেসে বলেন, অবশ্যই দেখাবো। কেন নয়। প্রিমিয়ার শোয়েই দেখানোর পরিকল্পনা আছে। তবে ওর তো একটু ব্যস্ততাও থাকে। তাই প্রিমিয়ার শোয়ের সময় ফ্রি না থাকলে পরে অন্য একটা সময়ে ওকে হলে নিয়ে যাবো।
পাঠকের মতামত
পরি মনির জামাই দেখি সেই ফেমাস। সবার লগেই ছবি করে। পরি মনির কপাল ভালা এমন একটা পিস পাইছে