দেশ বিদেশ
জাকির গ্রুপের ডাকাতদের পরিবারের ভরণ-পোষণ করতো
স্টাফ রিপোর্টার
২২ জুন ২০২২, বুধবারঢাকার অদূরে টঙ্গি এলাকায় সংঘবদ্ধ হয়ে ডাকাতি করতো জাকিরের দল। তার দলে ১২ জন সদস্য ছিল। তারা প্রায় সবাই মাদকসেবী। কেউ মাদক সেবনের জন্য জেলেও গিয়েছে। ডাকাতি করা পণ্য ও টাকা দিয়ে জাকির তার দলের সদস্যদের পরিবারের ভরণ-পোষণ করতো। সবাইকে সমান করে ভাগ করে দিতো। এ কারণে তার গ্রুপের সদস্যরা জাকিরের প্রতি খুশি ছিল। এ চক্রের জাকিরসহ চারজনকে ধরেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো: জাকির হোসেন, মো. সবুজ, মো. ওমর ও ওসমান গনি স্বপন। গত সোমবার রাতে গাজীপুরের টঙ্গী নোয়াগাঁও এলাকার তিস্তা গেটের আনোয়ার সিলিং এবং পপুলার ওষুধ ফ্যাক্টরির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন
দেশ বিদেশ থেকে সর্বাধিক পঠিত
২
পদ্মা সেতু / চলবে বিলাসবহুল বাস, কমবে ঢাকা-খুলনা ভাড়া
৮