খেলা
জামালকে হারিয়েছে শেখ রাসেল
দুই ব্রাজিলিয়ানের গোলে কিংসের জয়
স্পোর্টস রিপোর্টার
২২ জুন ২০২২, বুধবার
এএফসি কাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের কারণে ৩৮ দিনের বিরতি শেষে গতকাল ফের মাঠে গড়িয়েছে ঘরোয়া ফুটবল লীগ (বিপিএল)। দীর্ঘ বিরতির পর মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে বলের নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার করলেও রহমতগঞ্জের রক্ষণে সুবিধা করতে পারছিল না কিংস। তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৩৪তম মিনিটে রহমতগঞ্জের গোলরক্ষক জিয়াউর লালকার্ড পাওয়ার পর। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি দুই মিনিটের মধ্যে হজম করে দুই গোল। আর এতেই স্বস্তির জয় নিয়ে প্রিমিয়ার লীগ শিরোপা জয়ের পথে আরও এগিয়ে গেল বসুন্ধরা কিংস। কিংসের দুই গোলদাতাই ব্রাজিলিয়ান- মিগেল ফিগেইরা ও অধিনায়ক রবসন রবিনহো। এ জয়ে ১৬ ম্যাচে শীর্ষে থাকা কিংসের সংগ্রহ ৪১ পয়েন্ট। এদিন ম্যাচের ৩৪তম মিনিটে ডানদিক দিয়ে আক্রমণে ওঠা নুহা মারোংকে আটকাতে গিয়ে বক্সের বাইরে এসে হ্যান্ডবল করে বসেন জিয়াউর। রহমতগঞ্জ পরিণত হয় দশজনের দলে। ওয়ালি ফয়সালকে তুলে রাকিবুল ইসলাম তুষারকে পোস্ট সামলানোর দায়িত্ব দেন সৈয়দ গোলাম জিলানী।