খেলা
‘তুমি কি পাগল হয়েছো?’ নাসুমকে চড় মারার কথা শুনে হাথুরু
স্পোর্টস ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৩, বুধবারএবারের বিশ্বকাপে কোনো কিছুই মন মতো হয়নি বাংলাদেশের। ৯ ম্যাচে জয় এসেছে মাত্র দু’টি। মাঠের বাইরে নানা কাণ্ডে বেশ কয়েকবারই বিতর্কের মুখে পড়ে দলটি। তবে টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে এক ক্রিকেটারকে শারীরিক হেনস্থার অভিযোগে উত্তাল হয়ে ওঠে ক্রিকেট পাড়া। এক পর্যায়ে জানা যায় ওই ক্রিকেটারটি নাসুম আহমেদ। যদিও গতকাল এই স্পিনারকে ‘চড় মারার’ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন হাথুরুসিংহে। দেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, হাথুরুর দাবি, তাকে নিয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এ ধরনের কাজ তার মতো মানুষের পক্ষে সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। হাথুরু বলেন, ‘যারা আমাকে একটু হলেও জানে, তারা জানে যে এ রকম কিছু করার মতো লোক আমি কিছুতেই নই। তাকে সরাসরি প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তুমি কি পাগল হয়েছো?’ সেদিন আসলে কি ঘটেছিল, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি জানলে না বলবো যে কী ঘটেছিল! যারা সেদিন ওখানে উপস্থিত ছিল, তাদের কাছেই জিজ্ঞেস করে দেখুন না। বুলশিট।’ দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে এ বিষয়ে প্রতিবেদন প্রচার হওয়ার পর মূলত এ বিষয়ে আলোচনা শুরু হয়। এ বিষয়ে হাথুরু বলেন, ‘আপনাদের মিডিয়ার মান খুবই নিম্ন পর্যায়ের।’ এদিকে বিশ্বকাপের ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটির প্রধান বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজ। এছাড়া কমিটিতে রয়েছেন বিসিবির আরও দুই পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান। ইতিমধ্যে তারা কাজ শুরু করেছেন। প্রথমে নির্বাচক প্যানেল, এরপর লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছে। তাদের তদন্ত রিপোর্ট পেলেই যাবতীয় বিষয়ে ব্যবস্থা নেবে বিসিবি।
‘আপনাদের মিডিয়ার মান খুবই নিম্ন পর্যায়ের।’ - সত্য ভাষন