বিশ্বজমিন
বাড়ছে করোনা সংক্রমণ, জার্মানিতে মাস্ক পরা বাধ্যতামুলক হতে পারে
মানবজমিন ডেস্ক
(৩ দিন আগে) ২১ জুন ২০২২, মঙ্গলবার, ৮:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:০৭ পূর্বাহ্ন

বিশ্বে বিভিন্ন স্থানে আবার বাড়ছে করোনা সংক্রমণ। এর প্রেক্ষিতে ব্যবস্থা নিচ্ছে সরকারগুলো। ভারতে ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯২৩ জন। এ সময়ে মারা গেছেন ১৭ জন। ওদিকে জার্মানিতে এ বছর ৬ মাসের জন্য ইন্ডোরে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করার পরিকল্পনা করছেন স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারব্যাচ। ধারণা করা হচ্ছে, শরত এবং শীতের সময়ে করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি আবার মাস্ক পরার ওপর জোর দিচ্ছেন। এরই মধ্যে তিনি সাত দফা পরিকল্পনা চালু করেছেন। এর অধীনে রয়েছে তিনটি ভিন্ন ভিন্ন টিকা দিয়ে নতুন এক টিকাদান ক্যাম্পেইন। বিনামূল্যে কোভিড পরীক্ষায় পরিবর্তন। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, ভারতে নতুন আক্রান্ত মিলে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৩ লাখ ১৯ হাজার ৩৯৬।
সব মিলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ৮৯০।