খেলা
রুশ ক্লাবে চুক্তির জেরে বিশ্বকাপ দল থেকে বাদ পোলিশ ডিফেন্ডার
স্পোর্টস ডেস্ক
(৪ দিন আগে) ২১ জুন ২০২২, মঙ্গলবার, ৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৪৩ অপরাহ্ন

পোল্যান্ড জাতীয় ফুটবল দলের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার মাচি রিবুস। কিন্তু ৬৬ ম্যাচ খেলা বিবুসকে দল থেকে ছেঁটে ফেলেছে পোলিশ ফুটবল ফেডারেশন। রাশিয়ান ক্লাবের সঙ্গে চুক্তি করাটাই কাল হলো তার জন্য।
৩২ বছর বয়সী রিবুস গত পাঁচ বছর খেলেছেন রুশ ক্লাব লোকোমটিভ মস্কোতে। চলতি মাসে ফ্রি ট্রান্সফারে রাশিয়ার আরেক ক্লাব স্পার্তক মস্কোতে নাম লেখান তিনি। ইউক্রেন ইস্যুতে রাশিয়া-পোল্যান্ডের সম্পর্ক মোটেও ভালো নয়। ইউক্রেনে আগ্রাসনের জেরে গত মার্চে রাশিয়া বিপক্ষে পূর্বনির্ধারিত বিশ্বকাপ প্লে-অফ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল পোল্যান্ড। ম্যাচটি তারা খেলেওনি।
পুতিন সরকারের বিরুদ্ধে শুরু থেকেই বিরোধী অবস্থানে রয়েছে দেশটি। শত্রু দেশের ক্লাবের খেলোয়াড় রিবুসকে তাই দলে রাখতে পারছেন না পোল্যান্ডের কোচ চেসলাউ মিখনেভিচ। সংবাদমাধ্যম ‘পিজেডপিএন’-কে মিখনেভিচ বলেন, ‘রুশ ক্লাবে থাকার কারণে সে সেপ্টেম্বরের জাতীয় দলের ট্রেনিং ক্যাম্পে ডাক পাচ্ছে না। কাতার বিশ্বকাপের দল নির্বাচনের সময়ও সে গণনার বাইরে থাকবে।’
কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা, সৌদি আরব ও মেক্সিকোর সঙ্গে রয়েছে পোল্যান্ড।
।