বাংলারজমিন
এনটিআরসিএ নিয়োগ নীতিমালা সংশোধনের দাবিতে রাবিতে মানববন্ধন
রাবি (রাজশাহী) প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবারবেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নীতিমালা সংশোধনের দাবিতে মাববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। মাদ্রাসা শিক্ষায় আরবি প্রভাষক নিয়োগে ইসলামিক স্টাডিজ বিভাগকে পুনরায় সংযুক্ত করার দাবিতে এই মানববন্ধন পালিত হয়েছে। গতকাল বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রথম থেকে সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা পর্যন্ত আমরা সুযোগ পেতাম। কিন্তু আমাদের এখন বঞ্চিত করা হয়েছে। এ নীতিমালা প্রণয়ন করে সকল প্রকার সুযোগ থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। আমাদের সুযোগ দিতে হবে। ফাজিল-কামিলে যা পড়ানো হয় আমরা তার থেকেও মানসম্মত শিক্ষা অর্জন করি। যে অন্যায়মূলক নীতিমালা জারি করা হয়েছে তা আমরা মানি না। নিঃসন্দেহে এটা বৈষম্যমূলক। অবিলম্বে এ নীতিমালা বাতিল করতে হবে। যদি তা না করা হয় তবে আমরা কঠোর আন্দোলনের ডাক দেবো। মানববন্ধনে সংহতি জানিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ন ম মাসউদ উর রহমান বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধন থেকে ইসলামিক স্টাডিজকে বাদ দিয়ে আমাদের ছাত্রদের সঙ্গে প্রবঞ্চনা করা হয়েছে। এটি খুবই দুঃখজনক ও ঘৃণ্য একটি সিদ্ধান্ত। আমরা এ অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে আমরা এই সিদ্ধান্ত প্রত্যাহার চাই। নতুবা কঠোর কর্মসূচি দেয়া হবে।