বিশ্বজমিন
সিরিয়ায় ইসলামিক স্টেটের হামলায় কমপক্ষে ১১ সেনা সদস্য নিহত
মানবজমিন ডেস্ক
(৪ দিন আগে) ২১ জুন ২০২২, মঙ্গলবার, ১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৫ অপরাহ্ন

সিরিয়ায় ইসলামিক স্টেট জিহাদিদের হামলায় অন্তত ১১ সামরিক বাহিনী সদস্য নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটি বাসে সোমবার ওই হামলা চালায় জিহাদিরা। সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সকাল সাড়ে ৬টায় রাক্কা থেকে হোমস যাওয়ার হাইওয়েতে একটি বেসামরিক বাসে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে ১১ সেনা কর্মকর্তা এবং ২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন সেনা।
তবে রাস্তার পাশে পুতে রাখা বোমায় এই বিস্ফোরণ হয়েছে নাকি জিহাদিরা সরাসরি হামলায় অংশ নিয়েছিলেন তা উল্লেখ করা হয়নি। এক সময় এই রাক্কা শহরের নিয়ন্ত্রণ ছিল ইসলামিক স্টেটের হাতেই। তবে তাদেরকে উচ্ছেদ করার পর এখন বিচ্ছিন্নভাবে হামলা পরিচালনা করে চলেছে সংগঠনটির সদস্যরা। বৃটেনভিত্তিক সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সোমবার সকালের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এতে বেশ কয়েক সেনা সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি। এর প্রধান রামি আব্দেল রাহমান বলেন, এটি ছিল একটি সামরিক বাস এবং এতে কোনো বেসামরিক নিহত হননি।
উল্লেখ্য, সিরিয়ায় প্রায়ই সামরিক বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় আইএস।