বিশ্বজমিন
৬ মাস পর মুক্তি পেলেন তালেবানের হাতে আটক ৫ বৃটিশ
মানবজমিন ডেস্ক
(৪ দিন আগে) ২১ জুন ২০২২, মঙ্গলবার, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫৯ অপরাহ্ন

পাঁচ বৃটিশ নাগরিককে মুক্তি দিয়েছে তালেবান। গত ৬ মাস ধরে তারা আফগানিস্তানে বন্দি ছিল। সোমবার টুইটারে তাদের মুক্তির খবর নিশ্চিত করেছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। এ খবর দিয়েছে রেডিও লিবার্টি।
খবরে জানানো হয়, পৃথক আরেকটি বিবৃতিতে বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের মুক্তির কথা জানিয়েছে। এতে বলা হয়, ওই পাঁচ জনের সঙ্গে বৃটিশ সরকারের কোনো সম্পর্ক নেই। তারা সরকারের ভ্রমণ সতর্কতা থাকা সত্বেও আফগানিস্তান সফর করেছে। তবে আটকদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।
জানা গেছে, মুক্তি পাওয়া একজনের নাম পিটার জুভেনাল। তিনি একটি টেলিভিশনে ক্যামেরাম্যানের দায়িত্বে ছিলেন। তাদের আটক প্রসঙ্গে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে লিখেন, এই বৃটিশ নাগরিকরা আফগানিস্তানের আইন এবং সংস্কৃতির বিরুদ্ধে কাজ করছিল। তাদের মুক্তি প্রসঙ্গে বৃটিশ সরকারের সঙ্গে তালেবান প্রতিনিধিদের আলোচনা হয়েছে।