খেলা
যদি নেতৃত্ব দিই আবার কোচিংও করাই, তাহলে তো সমস্যা: সাকিব
স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২২, মঙ্গলবাররঙিন পোশাকের ক্রিকেটে সমীহের দাবিদার টিম টাইগার্স। তবে সাদা পোশাকে সাদামাটা পারফরম্যান্সে এখনো পুরোদস্তুর টেস্ট খেলুড়ে দল হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। তার মধ্যে আবার বোলাররা কিছুটা প্রতিরোধ গড়লেও তা ফিকে হয়ে যায় ব্যাটারদের শ্রীহীন পারফরম্যান্সে। সাকিব আল হাসান মনে করেন, বাংলাদেশের অধিকাংশেরই ব্যাটিংয়ে ‘টেকনিক্যাল’ সমস্যা রয়েছে। মতামত প্রকাশ করলেও সাকিব মনে করেন, ব্যাটারদের ঘাটতি নিয়ে কাজ করার দায়িত্বটা কোচদের। নিজের দায়িত্ব নিয়ে সীমাবদ্ধ থাকতে চান টাইগার অধিনায়ক। দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশের স্বাদ পায় বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষেও অসহায় আত্মসমর্পণ করে স্বাগতিকরা। দুই সিরিজেই অনিয়মিত ছিল টাইগার ব্যাটারদের পারফরম্যান্স। কেউতো আবার নিয়মিতই অনিয়মিত।
বিজ্ঞাপন