দেশ বিদেশ
ইসি’র সঙ্গে বৈঠক : ইভিএমে সায় নেই জাপাসহ অধিকাংশ দলের
স্টাফ রিপোর্টার
২০ জুন ২০২২, সোমবারইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়ার বিপক্ষে মত দিয়েছেন বেশ কয়েকটি রাজনৈতিক দল। রোববার ইভিএম যাচাইয়ে নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত বৈঠকে ১০টি রাজনৈতিক দল অংশ নেয়। বৈঠকে অংশ নেয়া বেশির ভাগ রাজনৈতিক দল ইভিএম ব্যবহারের বিপক্ষে মত দেয়। দলের নেতারা বলেন, ইভিএমে ভোট দিতে দেশের মানুষ এখনো প্রস্তুত নয়। ইভিএম সম্পর্কে মানুষের নেগেটিভ ধারণা রয়েছে। অনেক মানুষের আঙুলের ছাপ মেলে না। কুমিল্লা নির্বাচনে ইভিএমের ধীরগতি আমরা দেখতে পেয়েছি। এ ছাড়া ইভিএমে ত্রুটি আছে বলেই অনেক দেশ এটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এজন্য আমরা চাই না নির্বাচনে ইভিএম ব্যবহার করা হোক। জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, ইভিএমে ভোট হোক এটা জাতীয় পার্টি (জাপা) চায় না।
পাঠকের মতামত
প্রত্যেকটা জিনিস পরিচালনা করার জন্য অবশ্যই একজন লোকের প্রয়োজন তাই নয় কি?তেমনি ইভিএম মেশিনের পিছনেও তো কেউ না কেউ সেটা পরিচালনা করার জন্য তাইনা?আর ঐ লোকটা নিশ্চয় ইভিএম সম্পর্কে অভিজ্ঞ তাই উনি ফল পাল্টাতে পারবেননা এটারও বা গ্যারান্টি কি?
ইভিএমে ফলাফল আসতে প্রায় মধ্যরাত লাগে আর এমনিতে সন্ধ্যায় ফলাফল দেয়া যায়।
EVM চালানোর মত দক্ষ কর্মকর্তা কর্মচারী ইসির নাই। অন্য কথায় দক্ষ জনবল ইসির নাই। তাই স্বপ্ন দেখা বন্ধ করতে হবে ।