দেশ বিদেশ
বান্দরবানে ঝুঁকিতে কয়েক হাজার বসতঘর
বান্দরবান প্রতিনিধি
২০ জুন ২০২২, সোমবারবান্দরবানে অবিরাম বৃষ্টিতে পাহাড় ও নদী তীরবর্তী বসতিগুলো চরম ঝুঁকিতে রয়েছে। তবে ইতিমধ্যে জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। এ ছাড়া শহরে মাইকিং করা হচ্ছে। এদিকে জেলা প্রশাসন থেকে উপজেলা প্রশাসনকে ঝুঁকিপূর্ণ বসতির তালিকা করা হয়েছে। গত কয়দিন যাবৎ বান্দরবানে মুষলধারে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ ছাড়া প্রবল বৃষ্টির কারণে পাহাড় থেকে পানি নেমে আসছে। এ ছাড়া স্থানীয় সাঙ্গু নদীর পানি বাড়তে শুরু করেছে। এদিকে অবিরাম ভারী বর্ষণে পাহাড়ের উপর ও পাদদেশে কয়েক হাজার বসতি ঝুঁকির মধ্যে রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পাহাড় ধসে বসতঘর ধ্বংস ও হতাহতের আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টির ফলে পাহাড়ের মাটি নরম ও ক্ষয় হওয়ায় এ ঝুঁকি দেখা দেয়।