দেশ বিদেশ
হাতিরঝিলের সৌন্দর্য অমূল্য সম্পদ হাইকোর্টের রায় চেম্বারে বহাল
স্টাফ রিপোর্টার
২০ জুন ২০২২, সোমবার
হাতিরঝিলের বেগুনবাড়ি প্রকল্পে সব ধরনের বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদসহ ৪ দফা নির্দেশনা ও ৯ দফা সুপারিশ সম্বলিত হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছেন চেম্বার আদালত। একইসঙ্গে আগামী ২৭শে জুন বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করে দেয়া হয়েছে। গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরশেদ। অপরদিকে রাজউকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নী জেনারেল এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার ইমাম হাসান। এর আগে গত ২৪শে মে হাইকোর্ট হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিসহ সব ধরনের যান্ত্রিক বাহন বন্ধের পরামর্শ দেন। এ প্রকল্পের ভেতরে হোটেল, রেস্তরাঁসহ সব ধরনের বাণিজ্যিক স্থাপনা অবৈধ ঘোষণ করে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। রায়ে ৪টি নির্দেশনা ও বেশ কয়েকটি পরামর্শ দেয়া হয়। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর নামে হাতিরঝিলের নামকরণ এবং সেখানে মাছের অভয়ারণ্য গড়ে তোলারও পরামর্শ দেয়া হয়। পূর্ণাঙ্গ রায়ে দেয়া ৪ নির্দেশনা হচ্ছে- রাজধানী ঢাকার ফুসফুস বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকা যা ‘হাতিরঝিল’ নামে পরিচিত, তা ‘পাবলিক ট্রাস্ট প্রপার্টি’ তথা জনগণের জাতীয় সম্পত্তি।