বিশ্বজমিন
যে কারণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানে যাবেন না পাকিস্তানি অভিনেতা আদনান
মানবজমিন ডেস্ক
(৫ দিন আগে) ১৯ জুন ২০২২, রবিবার, ৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৮ পূর্বাহ্ন

ভারতীয় আর্টিস্টদের আমন্ত্রণ জানানোর কারণে যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন পাকিস্তানি অভিনেতা আদনান সিদ্দিকী। যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক সংগঠন এসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব পাকিস্তানি ডিসেন্ট অব নর্থ আমেরিকা (এপিপিএনএ) ওই অনুষ্ঠানের আয়োজন করছে যুক্তরাষ্ট্রের ইলিনয়ের ওয়েস্টমন্টে। কিন্তু মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে প্রতিবেশী দেশ ভারত থেকে বিতর্কিত মন্তব্য করার পর ওই অনুষ্ঠানে যোগ দেয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন আদনান। তিনি বলেছেন, ওই অনুষ্ঠানে ভারতীয় আর্টিস্টদের উপস্থিতি থাকবে। এ জন্য তিনি সেখানে যাবেন না। তিনি মুসলিমদের অনুভূতির প্রতি সংহতি প্রকাশ করে এমন সিদ্ধান্ত নিয়েছেন। রোববার তিনি টুইটারে লিখেছেন, সারাবিশ্বের অগণিত মুসলিমের সঙ্গে সংহতি প্রকাশ করে আমি এপিপিএনএ ইভেন্টে যোগ দেব না। সেখানে ভারতীয় কিছু আর্টিস্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এসব আর্টিস্টের বিরুদ্ধে আমার প্রতিবাদ নয়। কিন্তু ভারতীয় নেতাদের দ্বারা মহাসম্মানিত মহানবী (সা.)কে নিয়ে অবিবেচকের মতো মন্তব্য করাকে আমার বিবেক এড়িয়ে যেতে পারেনি।