খেলা
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পুরো দায় তামিমের: সাকিব
স্পোর্টস ডেস্ক
(১১ মাস আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৩৭ অপরাহ্ন
গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এবার সেই হারের জন্য তখনকার অধিনায়ক তামিম ইকবালকে পুরো দায় দিলেন বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। দেশের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি এমন মন্তব্য করেন।
সাকিব বলেন, ‘পুরো সিরিজ হারের দায় একজনেরই। বিশ্বের কোথাও দেখিনি যে, এক ম্যাচ পরে অধিনায়ক এসে আবেগাক্রান্ত হয়ে বলে ফেলে যে, আমি আর খেলবো না। এটা আমি জীবনে প্রথমবার দেখলাম। আমার ধারণা দায়িত্ববোধ থাকলে সে (তামিম) এটা করতে পারতো না। এটা দলকে অনেক বাজে পরিস্থিতিতে ফেলে দিয়েছে। আমার মনে ঐটাই এখন রিকভার করতে সময় লাগছে।’