ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

ওবায়দুল কাদের বললেন- এই অক্টোবরে আছি, সামনের অক্টোবরেও থাকব

স্টাফ রিপোর্টার

(২ মাস আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৭:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫৯ অপরাহ্ন

mzamin

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ এই অক্টোবরে ক্ষমতায় আছে, আগামী অক্টোবরেও থাকবে। 
বৃহস্পতিবার আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম সভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নাকি আমাদের তাড়িয়ে দেবে কয়েক দিনের মধ্যে? আমরা অক্টোবরে আছি, আগামী অক্টোবরেও থাকব। কী কারণে ক্ষমতা ছেড়ে দেব? কী কারণে তত্ত্বাবধায়ক সরকার আবার পুনর্জীবিত করব? কেন শেখ হাসিনাকে সরে যেতে হবে? জনগণ তাকে চায়, বিকল্প ভাবে না। সংকটে দেশকে নেতৃত্ব দেয়ার মতো তাঁর সমকক্ষ কেউ নেই।’

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভা শেষে নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। নির্বাচনকালীন সরকার শুধু ‘রুটিন ওয়ার্ক’ করবে। ‘মেজর পলিসি’ গ্রহণ করবে না।

নির্বাচনী ইশতেহার সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ইশতেহার কজন পড়ে? সেটা খেয়াল রেখে করতে হবে। বুলেট পয়েন্ট দিয়ে গুরুত্বপূর্ণ বিষয় আনতে হবে। বিশাল বই পড়ার সময় কারও নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমাদেরও অ্যাকশনে যেতে হবে। এমন ইশতেহার করতে হবে, যাতে নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার বিষয় ভাবতে হবে। জলবায়ুর বিরূপ প্রভাব ভাবতে হবে। ২০২৬ সাল উন্নয়নশীল দেশে উত্তরণ।

বিজ্ঞাপন
সর্বোপরি ২০৪০ সাল আমাদের মাথায় রাখতে হবে। ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, এখন স্মার্ট বাংলাদেশ করতে হবে।’

আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়টি আগামী নির্বাচনী ইশতেহারে গুরুত্ব দেয়া হবে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, বিগত সময়ের ইশতেহার মূল্যায়ন করে আগামী নির্বাচনী ইশতেহার তৈরি করা হবে।

আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য সচিব সেলিম মাহমুদ। এছাড়া তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী দীপু মনি, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, মোহাম্মদ এ আরাফাত ও সাজ্জাদুল হাসান বৈঠকে অংশ নেন।

পাঠকের মতামত

ইনশাআল্লাহ বলে নি। আগামী অক্টোবরে থাকবে বলে মনে হচ্ছে না।

Khalil
২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৬:০৩ পূর্বাহ্ন

অসাংবিধানিক কোনো ফন্দি এঁটে রেখেছেন আবার খমাতায় আসার জন্য তাই নিরধিধায় বলে দিচছেন সামনের অক্টোবরও তিনি আছেন।

বাংলার জনগণ
২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১:০১ পূর্বাহ্ন

জনাব কাদের, আপনাকে অনুরোধ করবো দাম্ভিকতা পরিহার করতে। অযাচিত, অযৌক্তিক, অপেশাদার ও অস্বচ্ছ আচরণ পরিহার করুন। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে অনুরোধ রইল, কোন প্রকার মিথ্যা কথা বলবেন না। শাসক দলের সাধারণ সম্পাদক ও সরকারের একজন মন্ত্রী হিসেবে যথাযথ, দায়িত্বশীল ও সৎ ভূমিকা পালন করুন। আপনার উৎকট আচরণে বিরক্ত না হওয়ার কোন কারণ খুঁজে পাচ্ছি না !! এই দেশ আমাদের সকলের ...... আপনার বা আপনাদের একার না ।।

মোঃ মাহফুজুর রহমান
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১১:২৭ অপরাহ্ন

জনাব কাদের, আপনাকে অনুরোধ করবো দাম্ভিকতা পরিহার করতে। অযাচিত, অযৌক্তিক, অপেশাদার ও অস্বচ্ছ আচরণ পরিহার করুন। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে অনুরোধ রইল, কোন প্রকার মিথ্যা কথা বলবেন না। শাসক দলের সাধারণ সম্পাদক ও সরকারের একজন মন্ত্রী হিসেবে যথাযথ, দায়িত্বশীল ও সৎ ভূমিকা পালন করুন। আপনার উৎকট আচরণে বিরক্ত না হওয়ার কোন কারণ খুঁজে পাচ্ছি না !! এই দেশ আমাদের সকলের ...... আপনার বা আপনাদের একার না ।।

মোঃ মাহফুজুর রহমান
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১১:২৭ অপরাহ্ন

No one knows when, where, how Azrael will arrive & go for action, brother, please think before saying so, May Allah give you long life & make you a perfect Muslim

Him
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৮:০৭ অপরাহ্ন

বঝলাম এই অক্টোবর না হয় মাটি কামড়াই থাকলেন। ।কিন্তু আগামী বছর তো কাকু বুড়ো হয়ে যাবেন তখন তো দাঁত থাকবে না কি ভাবে মাটি কামড়াইয়া থাকবেন।

Alam
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৪:৩৬ অপরাহ্ন

দ্লটির মাথায় ও ঘাড়ে সমস্যা

Matinur Chowdhury
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৪:২২ অপরাহ্ন

সম্ভবনা খুবই ক্ষীণ। ধন্যবাদ।

S.M. Rafiqul Islam
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ২:৫৯ অপরাহ্ন

You have a great problem in your heart. how can you be so sure that you will live up to October next ?

Kamal
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৯:৫০ পূর্বাহ্ন

সামনে চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ, রাস্তা খোলা আছে। নিরাপদে পদত্যাগপত্র পেশ করেন। পরে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করুন।

No name
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৮:৪৩ পূর্বাহ্ন

ওবা কাদেরের প্রতিটা কথা আচরণ বক্তৃতা বিবৃতি বয়ান বাংলাদেশের সংবিধান বিরোধি মানবতা বিরোধি সভ্যতা বিরোধি। ক্ষমতা আর গাএর জোড়ে কথা বলা বেশিদিন সম্ভব নয়। শীঘ্রই এর একটক সুরাহা হবে ইনশাআল্লাহ।

আলমগীর
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৭:৩৩ পূর্বাহ্ন

কেন্দ্রীয় ব্যাংকের মতে, এক সপ্তাহ আগে ২১ সেপ্টেম্বর রিজার্ভ ছিল ২১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কয়েক দিনের মধ্যে ৩০০ মিলিয়ন ডলার কমে ২১ দশমিক ১৫ বিলিয়ন ডলার হয়েছে।সর্বোপরি ২০৪০ সাল আমাদের মাথায় রাখতে হবে। ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, এখন স্মার্ট বাংলাদেশ করতে হবে।’

Faruki
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৭:৩৩ পূর্বাহ্ন

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে সারা জীবন থাকুন।

shah Alam
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৭:১৩ পূর্বাহ্ন

কা.....কা.....করে লাভ নেই। এবার যেতেই হচ্ছে

Makhluk Ahmed
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৭:১১ পূর্বাহ্ন

হাসি আসে রে ভাই কাকু এসব কি বলে। দেশের তো বারোটা বাজিয়েছে।

Abdur Razzak
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৬:৫৮ পূর্বাহ্ন

আগামী অক্টোবরে কেমনে ক্ষমতায় থাকবে উনি জানেন কেমতে একটু বিস্তারিত বলতে বলেন ।

Engr . Mostafa Kamal
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৬:৪৯ পূর্বাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status