বাংলারজমিন
কেরানীগঞ্জে উন্নয়ন মেলা পরিদর্শন
কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারকেরানীগঞ্জে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও সেবা তুলে ধরে উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ উন্নয়ন মেলা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ বিভিন্ন স্টল নিয়ে এ মেলায় অংশগ্রহণ করে। মেলা পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রমুখ।