খেলা
বাংলাদেশের যে ‘লজ্জা’ শ্রীলঙ্কাকে দিলেন সিরাজ
স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার
এর আগে এশিয়া কাপে দলীয় সর্বনিম্ন রানের ‘লজ্জার’ রেকর্ডটি ছিল বাংলাদেশের দখলে। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। গতকাল এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের সেই ‘লজ্জার’ রেকর্ড নিজেদের করে নিলো শ্রীলঙ্কা। এশিয়া কাপের ফাইনালের মঞ্চে মোহাম্মদ সিরাজের বোলিং তোপে ১৫.২ ওভারে ৫০ রানেই অলআউট হয়ে গেল স্বাগতিকরা। সবমিলিয়ে স্বাগতিকরা ব্যাটিং করলো দেড় ঘণ্টা। ওয়ানডে সংস্করণে লঙ্কানদের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়েছিল তারা। এই ম্যাচে ৭ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন ভারতের পেসার সিরাজ। এরমধ্যে এক ওভারে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের বিপক্ষে চামিন্ডা ভাসের সেই ওভারের কথা মনে করিয়ে দিলেন তিনি। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওভারেই ৪ উইকেট নিয়েছিলেন ভাস।
লাসিথ মালিঙ্গা ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পর পর চার উইকেট নিয়েছিলেন দুই ওভার মিলিয়ে। গতকাল সিরাজ ইনিংসের তৃতীয় ওভারে পাতুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, আসালাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভাকে ফেরান। এরপর অধিনায়ক শানাকাকে ফিরিয়ে সিরাজ নেন ৫ উইকেট। মাত্র ১৬ বল করেই ৫ উইকেটের দেখা পান সিরাজ। যা যৌথভাবে দ্রুততম ৫ উইকেট নেয়ার রেকর্ড। এর আগে সমান ১৬ বলেই ৫ উইকেট নিয়েছেন চামিন্ডা ভাস ও যুক্তরাষ্ট্রের আলি খান। সিরাজ অবশ্য এখানেই থামেননি। নিয়েছেন আরও ১টি উইকেট। ক্যারিয়ার সেরা বোলিং করে ২১ রানে ছয় উইকেট নিয়েছেন এই পেসার। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পেয়েছেন এই ম্যাচেই। করেছেন আরেকটি রেকর্ডও। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে সেরা বোলিং ফিগার এটি। আগের রেকর্ডটি ছিল ওয়াকার ইউনুসের। ১৯৯০ সালে শারজায় ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার।