রাজনীতি
নাটোরে বিএনপির তারুণ্যের রোডমার্চের গাড়িতে আগুন, হামলা, ভাঙচুর
নাটোর প্রতিনিধি
(২ সপ্তাহ আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

নাটোরে বিএনপির তারুণ্যের রোডমার্চে অংশ নিতে যাওয়া গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন স্থানে পরিবহনে তল্লাশি চালিয়ে বিএনপি নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে সরকারদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। যদিও সরকারদলীয় নেতারা এমন অভিযোগ অস্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের শহরতলী ডাল সড়ক এলাকায় গাড়ি তল্লাশি করে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কুপিয়ে আহত করা হয়। তারা হলেন, জুয়েল রানা (প্রচার সম্পাদক) নাটোর জেলা স্বেচ্ছাসেবক দল, আঃ রাজ্জাক (যুগ্ম আহ্বায়ক)লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, আনারুল ইসলাম (আহবায়ক) বিলমারিয়া ইউপি স্বেচ্ছাসেবক দল, লালপুর উপজেলা, কাবিল (আহ্বায়ক) দুরদুরিয়া ইউপি স্বেচ্ছাসেবক দল, লালপুর উপজেলা, ও জহির শেখ (সাবেক সভাপতি) ওয়ালিয়া ইউপি স্বেচ্ছাসেবক দল,লালপুর উপজেলা।
এ সময় একটি মাইক্রোবাস পেট্রোল নিক্ষেপ করে পুড়িয়ে দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে শহরতলী দিঘাপতিয়া মোড়ে গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। এছাড়া তেবারিয়া ও সৈয়দ মোড়েও বিভিন্ন গাড়ি তল্লাশি করা হচ্ছে বলে জানান স্থানীয়রা।
ঘটনার জন্য জেলা বিএনপির আহ্বায়ক সরকারদলীয় নেতাকর্মীদের দায়ী করেন। তবে ক্ষমতাসীন দলের নেতারা হামলার কথা অস্বীকার করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন জানান, কারা গাড়িতে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে।
পাঠকের মতামত
ভবিষ্যতে বাংলাদেশে দল থাকবে দুই টি। আওয়ামী লীগ ও জামায়াত। আগামী জাতীয় নির্বাচন অবশ্যই হবে, কে আসলো আওয়ামী লীগের দেখার বিষয় নয়। দেশ প্রয়োজনে ঋণের টাকায় চলবে। ঋণের টাকায় আমদানি, ঋণ পরিশোধ, আরো মেঘা প্রকল্প করা যাবে। এতে ঋণের পরিমান বাড়বে। চীন ঋণ দিতে প্রস্তুত আছে। আমেরিকার নিষেধাজ্ঞা দেবে কিন্তু সরাসরি সরকারের উপর হস্তক্ষেপ করবে না। একসময় আমেরিকার সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে। ভারত কখনোই আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না। এই নির্বাচনে জামায়াত তেমন কিছু করবে না। মিছিল,মিঠিং,সমাবেশ করে শুধু প্রতিবাদ জানাবে। বি,এন,পি.... হারিয়ে যাবে।
আগুন সন্ত্রাসীদের বিচার দাবি করছি। জনগণের ভোটাধিকার বাস্তবায়ন দরকার।
সন্ত্রাসিদের আসল চেহারা আবার দেখা যাচ্ছে। বিএনপির উচিত এদের ছবি তুলে ও ভিডিও করে অনলাইনে ছেড়ে দেয়া।
বিএনপি'র গাড়ি বহরে সন্ত্রাসীরা হামলা করে আগুন দিয়ে নির্বিঘ্নে চলে যাবে আর বিএনপি এই সময়েও চুপচাপ বসে থাকবে এটা মানুষ আশা করে না কারণ মানুষ জনগণ মনে করে বিএনপির নিজের গাড়ি যদি নিজের আত্মরক্ষার্থে রক্ষা না করতে পারে তাহলে তারা দেশ কিভাবে রক্ষা করবে দেশের মানুষের জীবন মাল কিভাবে রক্ষা করবে তাই বিএনপি'র প্রত্যেকটি নেতাকর্মের উচিত রুখে দাঁড়ানো এবং এই সমস্ত বহিরাগত সন্ত্রাসী আগুন সন্ত্রাসী যারা হামলা করতে আসবে তাদেরকে ধরে সেখানেই গাড়ি তে আগুন দেওয়ার হিসাব চুকিয়ে ফেলা মুক্তিযুদ্ধ যেভাবে গ্রাম থেকে শুরু হয়েছিল সেভাবে বিএনপি'র উচিত এখন আওয়ামী লীগ এর আগুন সন্ত্রাসীদের গ্রাম থেকে প্রতিহত করা
বিএনপির নেতা কর্মীরা মুখেই এক্সপার্ট প্রতিরোধ করতে না পাড়লে কিসের রাজনীতি!?
আওয়ামীলীগ এতোটা দেউলিয়া হয়ে গেছে যে বিরোধী মত দের দমন করতে আগুন-সন্ত্রাসের পথ বেছেনিতে হয়।
আগুন সন্ত্রাসী কারা এতেই বোঝা যায়
এগুলোর পরিনাম একদিন হয়তো ভোগ করতে হতে পারে।
যেহেতু সরকার দলীয় ক্যাডর কর্তৃক বিরোধী দলের নেতাদের মারধর করা হয়েছে তাই এই মুহুর্তে পুলিশ নিরেপেক্ষ ভুমিকায় আছে, তারা এই মুহুর্তে বলতে পারবেন না। এখন তদন্ত করে খতিয়ে দেখতে হবে এবং এ জন্য সময় লাগবে। যদি সরকার দলীয় কেউ আহত হতো তবে পুলিশ কোনো তদন্ত ছাড়াই বলতে পারতো যে এটা বি এন পির কাজ কিংবা জামায়াতের কাজ..... এক আজব গণতন্ত্র এবং আজব পুলিশ বাহিনী বাংলাদেশে
অদ্ভুত মহা অদ্ভুত কান্ড! গুটিকয়েক সন্ত্রাসীদের হাতে জিম্মি পুরো দেশ,আন্দোলনের কৌশল পাল্টাতে হবে সন্ত্রাসীদের বিষ দাঁত ভাঙতে।
বি এন পির উচিত সতর্ক থাকা
নাটোরে এক কুলাঙ্গার আছে যে নাকি সরকারের শীর্ষ পর্যায়ের ইন্ধনে সফটওয়্যার ইনস্টলেশন এর নামে ও টেন্ডারের মাধ্যমে শত কোটি ডলার দেশের বাহিরে পাচার করেছে। তার নির্দেশেই নাটোরে বারবার হামলা হয়।
আগুন সন্ত্রাসী লীগ!
আওমিলিগ জানে সুস্ঠ ইলেশন হলে তাদের বনবাসে যাইতে হবে। তাই তারা নানা রকম জুলুম, অত্যাচার, আগুন-সন্ত্রাস বেছে নিয়েছে
একটি সমাবেশের গাড়িতে সরকারদলীয় সন্ত্রাসীরা আগুন লাগাবে আর বিরোধীদলীয় নেতা/কর্মীরা প্রতিহত করতে পারবে না এরকম রাজনীতি করা থেকে বিএনপি’র সকলের উচিত শাড়ি-ছুঁড়ি পড়ে ঘরের কোনে বসে থাকা। রাজনীতি আওয়ামীলীগের জন্য, তারাই আরো ২০ বছর ক্ষমতায় থাকুক......
এই তো আসল আগুন-সন্ত্রাসী কারা তা চিনে নেওয়ার মোক্ষম সুযোগ।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা
১৫ দিনের লাগাতার কর্মসূচি/ পাঁচ বিভাগে রোডমার্চ, ঢাকায় ১২টি সমাবেশ ও কনভেনশন করার ঘোষণা বিএনপির

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]