বিনোদন
শুটিং সেটে অজগর সাপ
বিনোদন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৪:০৩ অপরাহ্ন

মাঝে মধ্যে শুটিং সেটে অদ্ভুত সব কাণ্ডের কথা শোনা যায়। এবার ভারতীয় বাংলা সিনেমার শুটিং সেটে ঢুকে পড়লো একটি মস্ত বড় অজগর সাপ। দেব-সোহমের ‘প্রধান’ সিনেমার শুটিং সেটে এ ঘটনা ঘটেছে। উত্তরবঙ্গে এর দৃশ্যধারণের কাজ চলছে। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অভিনেতা বিশ্বনাথ জানান, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা নাগাদ ইউনিটের সদস্যদের চিৎকার শোনা যায়। সবাই গিয়ে দেখে অজগর সাপ। পরে সাপটি ধরা হয়েছে। বিশ্বনাথ বসু বলেন, যা দেখলাম, সেটা শুধু চিড়িয়াখানা বা টিভির পর্দায় দেখা যায়। অনেকেই এ অভিনেতাকে সাপটির সঙ্গে ছবি তুলতে অনুরোধ করেন। কিন্তু বিশ্বনাথের সাহস হয়নি।
বিজ্ঞাপন